কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে ভাতিজার হাতে চাচা খুন
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ০১ ২০২২, ২০:৫৩

রোকন সরকার, কুড়িগ্রাম সংবাদদাতা :কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় জমি নিয়ে বিরোধে দুই ভাতিজার হাতে চাচা খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত চাচার নাম জবেদ আলী। জবেদ আলী কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ি বালাবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
অভিযুক্ত দুজন হলেন জবেদ আলীর ভাই মৃত বাচ্চু মিয়ার ছেলে শফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, জমি নিয়ে জবেদ ও শফিকুল, শহিদুলের মাঝে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে জবেদ আলী বোরো আবাদের জন্য পানি নিতে গেলে ভাতিজা শফিকুল ও শহিদুলসহ বাড়ির লোকজন জবেদ আলীকে এলোপাথাড়ি পিটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম জানান, জমিজমা নিয়ে তাদের বিরোধ ছিল। এ নিয়ে সংঘর্ষ হয়। মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।