কুড়িগ্রামে এক যুবকের লাশ উদ্ধার
একুশে জার্নাল ডটকম
মে ০২ ২০২২, ১৪:০৩
রোকন সরকার, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের ধরলা নদীরক্ষা বাঁধ সংলগ্ন এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ মে) দুপুর ১২টার দিকে জেলা সদরের ধরলা নদীরক্ষা বাঁধ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম জিয়াউল হক (৩২)। তিনি ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত বাহাদুর মন্ডলের ছেলে। জিয়াউল পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সোমবার (২ মে) সকালে পথচারীরা ধরলা নদীরক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদ বাবলা জানান, নিহত জিয়াউল রোববার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে তার সন্ধানে পরিবার থেকে মাইকিং করেও খোঁজ মেলেনি। নিহত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। মরদেহের ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।