কুড়িগ্রামে আক্কাছ হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২০ ২০২০, ১৯:০০

রোকন, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের হাজী পাড়ার আক্কাছ আলীকে তুচ্ছ ঘটনার জেড়ে প্রতিপক্ষ গত ঈদ-উল-আযহার দিন পরিকল্পিতভাবে হত্যা করে।

হত্যার সাথে জড়িত শফিকুল, সাইফুল, গাইবান্দা ফুলছড়ি থানায় কর্মরত এএসআই রতন মোস্তাক, মশিউর রহমান, রোস্তম সহ জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনানুগ শাস্তির দাবীতে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে নিহতের ৭ মাস অন্তসত্বা স্ত্রী সহ তার পরিবারবর্গ।

সাংবাদিকদের কাছে ঘটনার বিবরন তুলে ধরেন নিহতের স্ত্রী নাজরিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন মা হালিমা, ভাই, আতিকুর, খোরশেদ, গনি, হানিফ সহ পরিবারের অন্যান্য সদস্যগন।

প্রসঙ্গত, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের হাজী পাড়ায় তারাবির নামাজে হুজুরকে দেয়ার জন্য ধার্য্যকৃত চাঁদার টাকাকে কেন্দ্র করে এ হত্যার সূত্রপাত ঘটে বলে জানান, নিহতের পরিবারের লোকজন

তারা বলেন, আসামীদের পরিবারের অনেকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কাজ করে, তাই তারা গ্রামে প্রভাব বিস্তার করে মানুষের সঙ্গে বিবাদ সৃষ্টি করে।

এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ০১ জি.আর-১২২/২০(রাজা)