কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মানববন্ধন
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ১০ ২০২২, ২০:২০
রোকন সরকার, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শিক্ষা ধ্বংসের চক্রান্ত রুখে দাড়াও, স্বাস্থ্যবিধি অক্ষুন্ন রেখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও, শিক্ষা বাঁচাও দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা শাখার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মহিলা কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেট সংলগ্ন ডিসি রাস্তায় একটি মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক বাসদের সাধারন সম্পাদক কমরেড শেখ আ: খালেক, রৌমারী উপজেলা শাখার ছাত্রফ্রন্টের সংগঠক শিমুল আহমেদ শাকিল, কর্মী শাহাদত হোসেন ও আমির হোসেন, সদস্য সবুজ রায়হান প্রমূখ।