কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ইস্কাপ সিরাপসহ ৪৫ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০৭ ২০২২, ১৭:৪৪

রোকন সরকার, কুড়িগ্রাম :

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড(বাংলাদেশ) বিজিবির সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজা ও ৪৭ বোতল ফেন্সিডিলের বিকল্প ইস্কাপ সিরাপ জব্দ করেছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার (৬ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোরকমন্ডল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩০ এর সাব পিলার ৯ এসে পাশে গোরকমন্ডল ক্যাম্পের নায়েক নাজমুল আলমের নেতৃত্বে টহলরত বিজিবির সদস্য গাঁজা ও ইস্কাপ সিরাপ পাচারের সময় কয়েকজন মাদক চোরাকারবারিকে ধাওয়া করে। এ সময় মাদক কারবারিরা বিজিরি ধাওয়া খেয়ে গাঁজার পটলা ও ইস্কাপ ফেলে পালিয়ে যায়। পরে ৪৫ কেজি গাঁজার পোটলা ও ৪৭ বোতল ইস্কাপ জব্দ করে গোরকমন্ডল ক্যাম্পে নিয়ে আসা হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি’র অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত গাঁজা ও ইস্কাপ ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডাইরি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হবে।