কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদক ব্যবসায়ী আটক
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৩ ২০২২, ১৮:৫৪
রোকন সরকার, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৪০ বোতল ফেনসিডিল ও ৯৬বোতল ইস্কাফসহ আবু বক্কর সিদ্দিক (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আবু বক্কর সিদ্দিক ফুলবাড়ী উপজেলার মিয়াটারি ধর্মপুর এলাকার আবু তাহের বেপারীর পুত্র।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই ইয়াসিন আলী, এএসআই আনসার আলীসহ সংগীয় ফোর্স মিয়াটারি ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিল ও ৯৬বোতল ইস্কাফসহ মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিককে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।