কুড়িগ্রামের চিলমারীতে নির্দেশনা অমান্য করে অষ্টমির স্নান

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০১ ২০২০, ২১:১২

রোকন, কুড়িগ্রাম: করোনা ভাইরাস সতর্কতায় চিলমারীর সকল স্থানে জনসমাগম বন্ধে নানান পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন। কিন্তু এ সকল নির্দেশনা উপক্ষো করে বিচ্ছিন্নভাবে হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব অষ্টমির স্নান সম্পন্ন হয়েছে।

১ এপ্রিল ভোর থেকে প্রশাসনের নিরাপত্তা বেষ্টনি ফাঁকি দিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা অষ্টমীর স্নান সম্পন্ন করেছে। ভোর থেকে পূন্যার্থীরা স্নান উৎসবে মেতে উঠেন। এবার স্নান মেলায় বাহির থেকে লোকজন না আসলেও স্থানীয় প্রায় ২ হাজার পূন্যার্থী অংশগ্রহণ করেন। বছরের একটি মাত্র বিশেষ দিন পাপ মোচনের, তাই সকল পূন্যার্থী ঝুঁকি নিয়ে স্নান উৎসবে সমবেত হয়।

স্নান মেলায় আসা পূণ্যার্থীদের সাথে কথা বলে জানা যায়, বছরের একটি মাত্র দিনে আমরা এখানে আসি পাপ মোচনের আশায়, তাই কোন কিছু না ভেবে আমরা স্নান করতে এসেছি।

এ ব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, আমাদের পুলিশ টহল সব স্থানে রয়েছে। এর মধ্যে যারা এসেছিল তাদেরকে আমরা ফিরে যেতে বলেছি। এছাড়াও বিচ্ছিন্ন স্থানে যেখানে আমরা খবর পেয়েছি সাথে সাথেই সেখানে যাচ্ছি এবং সবাইকে ঘরে ফেরানোর জন্য অনুরোধ করছি।

উপজেলা নির্বাহী অফিসার এ. ডব্লিউ. এম রায়হান শাহ বলেন, স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করে সবাইকে সচেতন করে দিয়েছি। এ বিষয়ে নজরদারি বাড়াতে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জকে বলা হয়েছে।