কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
একুশে জার্নাল ডটকম
জুন ১৯ ২০২২, ২০:৩৩
রোকন সরকার, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত মাকসুদা জান্নাত (১১) দুর্গাপুর ইউনিয়নের যমুনা সরকারপাড়া গ্রামের মাঈদুল ইসলামের মেয়ে।
উপজেলার দুর্গাপুর ইউনিয়নে শনিবার বেলা ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়ে বলে জেলা সিভিল সার্জন মঞ্জুর-এ-মোর্শেদ জানান।
পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা গেছে,রোববার (১৯ জুন) সন্ধ্যা ৬ টায় ধরলার পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি কমে গিয়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।