কুড়িগ্রামের উলিপুরে পুকুরের উপর ব্রিজ নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন  

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৮ ২০২০, ১৪:১১

রোকন, কুড়িগ্রাম :

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা সদরে অবস্থিত স্বর্ণময়ী সরোবরের (কাচারী পুকুর) উপরে নির্মিত হতে যাওয়া ব্রিজের নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুন রবিবার সকাল ১১ টায় পুকুরপাড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের প্রায় ৫ শতাধিক মানুষ।সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ব্রিজ নির্মাণ করা হলেও ঐতিহ্যবাহী এই পুকুর ও এর চারপাশের স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে বলে আশংকা করছেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা।

বক্তারা বলেন,পুকুরটি ঐতিহাসিক বিধায় এটির সৌন্দর্য্যবর্দ্ধনসহ বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগকে আমরা সবসময়ই স্বাগত জানাই। কিন্তু সৌন্দর্য্যবর্দ্ধনের উদ্দেশ্যে মাত্র পৌনে তিন একরের এই পুকুরটির উপর অনাঙ্ক্ষিত ব্রীজ নির্মাণের ব্যাপারে নানাবিধ কারণে আমরা উদ্বিগ্ন। উল্লিখিত পুকুরটির পশ্চিম পাড়ে একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও একটি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এছাড়াও পুকুরটির পূর্ব পাড়ে উলিপুরের সবচেয়ে বড় মসজিদ খ্যাত ‘উলিপুর মসজিদুল হুদা’ এবং পাশেই উলিপুর মসজিদুল হুদা নূরানী ও হাফিজি মাদরাসা অবস্থিত। দক্ষিণ দিকে উলিপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় অবস্থিত। উলিপুর পৌরসভার আশে পাশে কোনো পার্ক নেই। তাছাড়া উলিপুর পৌরসভা সংলগ্ন সমস্ত রাস্তাগুলি অত্যন্ত ব্যস্ত রাস্তা। ফলে স্বাস্থ্যোদ্ধারকারী বিভিন্ন বয়সী মানুষ সকাল-সন্ধ্যা এই পুকুরটির চারপাশে হাটাচলা করে থাকেন। উলিপুর উপজেলা প্রশাসন কতৃপক্ষ কর্তৃক পুকুরটিতে ব্রীজ নির্মাণ করা হলে এখানে সব সময় ব্যাপক জনসমাগম ঘটবে। এতে পুকুরটির চারপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য বিরূপ পরিবেশের সৃষ্টি হবে।

বিশেষ করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরের উপর এ ধরনের একটি স্পট নির্মাণ করা হলে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে পারে। লোক সমাগমের কারণে বিদ্যালয়টিতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার ব্যাপক আংশকা রয়েছে। এছাড়াও ব্রীজটি নির্মাণ করা হলে পাশে থাকা উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কোমলমতি শিশুদের পড়াশুনার পরিবেশ বিঘ্নিত সহ বিভিন্ন ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যোদ্ধারকারী বিভিন্ন বয়সী অসংখ্য মানুষের চলাচলে ব্যঘাত সৃষ্টি হবে। পুকুরটির পূর্ব দিকে মসজিদুল হুদায় নামাজ পড়তে আসা মুসল্লিদের জন্য অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হবে। একই দিকে অবস্থিত উলিপুর মসজিদুল হুদা নূরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ বিঘ্নিত হবে।

অনুষ্ঠিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এস এম ছানা লাল বকসী, বিশিষ্ট ব্যবসায়ী রথীন্দ্রনাথ প্রসাদ পান্ডে, আইনজীবী প্রদীপ রায়, , উলিপুর উপজেলা বাসদের সমন্বয়ক রাজনীতিক সাঈদ আখতার আমিন, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান সেলিম, বাংলা ডট রিপোর্ট এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক চন্দন কুমার সরকার, রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সভাপতি আপন আলমগীর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস্ ফেয়ার এর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা, সমাজকর্মী পুলক কুমার দেব, অসিত সরকার চপল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের উলিপুর উপজেলা কমিটির আহবায়ক ঋত্বিক সরকার ও রামু সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক কৌনিক প্রসাদ পান্ডে ও কৌশিক সরকার, ভিন্ন চোখ ফাউন্ডেশনের পরিচালক সৌমিক দে রাম, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মেঘা প্রমুখ।এছাড়াও এই মানববন্ধনে সংহতি প্রকাশ করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম জেলা কমিটি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ।