কুষ্টিয়ায় বৈদেশিক কর্মস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা সেমিনার অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৪ ২০২০, ১৯:২৭
মিলন মাহামুদ
কুষ্টিয়া কালেক্টরেট চত্বর সম্মেলন কক্ষে আজ শনিবার দিনব্যাপী বৈদেশিক কর্মস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচারে প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, মুল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যুগ্ম সচিব মোজাফফর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেয়র পৌরসভা আনোয়ার আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, সভাপতি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মুহাম্মদ ওবায়দুর রহমান, আরও উপস্থিত কুষ্টিয়া কেপিসি সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি জামিন হাসান খান খোকন, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক সাাবিনা ইয়াসমিন শ্যামলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, বিজয় টিভি জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতু।
এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ। আয়োজনে উপজেলা প্রশাসন, কুষ্টিয়া অর্থায়ন ও তত্ত্বাবধানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।