কুষ্টিয়ায় চার চাউল ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদন্ড
একুশে জার্নাল
মার্চ ২১ ২০২০, ১৭:৫৩
মিলন মাহামুদ, কুষ্টিয়া: করোনা ভাইরাস নিয়ে যখন সবাই আতংকিত, এক শ্রেণির চাল ব্যবসায়ী অন্যায্যভাবে তথ্য লুকিয়ে চালের দাম বৃদ্ধির পায়তারা করছেন। চালের দাম লুকানোর জন্য কোন বিক্রি রশিদে মূল্য লেখা হচ্ছে না, কেউ কেউ বিক্রি রশিদই রাখছে না! মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করছেন না!
আজ ২১ মার্চ কুমারখালীর আলাউদ্দিন নগর এবং বাটিকামারায় ৪ টি চালের ব্যাবসা কেন্দ্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী আলাউদ্দিননগরের আজিজ এগ্রো ফুডকে ৩০০০০/- টাকা, ভাই বোন এগ্রো ফুডকে ২৫০০০/- টাকা, জসিম এগ্রো ফুডকে ২৫০০০/- টাকা এবং বাটিকামারার মুকুল এগ্রো ফুডকে ৫০০০০/- টাকা জরিমানা করা হয়। তাদের সকলকে চালের ক্রয় ও বিক্রয় রশিদ এবং স্টক রেজিস্টার সংরক্ষণের নির্দেশ দেয়া হয়। করোনা নিয়ে ব্যবসা নয়। সবাইকে আরো সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হল। উপজেলা প্রশাসন সাধারণ মানুষের অধিকার রক্ষায় সদা সক্রিয়।