কুষ্টিয়ার মিরপুরের তালবাড়ীয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ; ২ চালক নিহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৫ ২০২০, ১৬:০৬

ফাইল ফটো

মিলন মাহামুদ:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়ায় বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে দুই পরিহনের চালক মোঃ নাবিল (৩৭) ও মোঃ ইব্রাহিম (২৮) নিহত হয়েছে। এই ঘটনায় কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ জুলহাস উদ্দিন জানান, আজ বুধবার সকাল থেকে বাস চলাচল বন্ধ হওয়ায় কুয়াকাটা থেকে ওই যাত্রীবিহীন বাসটি পাবনায় যাচ্ছিল। সকাল ৭টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়ীয়া নওদা খাদিমপুর এলাকায় পৌছালে সামনে থেকে আসা কালিয়াকৈড় থেকে নড়াইল গামী একটি এসকেভেটর বাহী ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা এসকেভেটর চালক নাবিল এবং ওই ট্রাক চালক ইব্রাহীম মারা যায়। এই ঘটনায় ট্রাকের হেলপারসহ বাসের আরো ১০ যাত্রী আহত হয়। পুলিশ তাদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবহন দু’টি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নিহত পরিবহন চালক নাবিলের বাড়ী মাগুরা ও ইব্রাহিমের বাড়ী রাজবাড়ী জেলাতে বলে জানিয়েছে পুলিশ।