কুষ্টিয়ার ভেড়ামারায় হোম কোয়ারেন্টাইন না মানায় ওমান ফেরত প্রবাসীকে জরিমানা
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৮ ২০২০, ১৫:৩৭

মিলন মাহমুদ, কুষ্টিয়া।
কুষ্টিয়ার ভেড়ামারায় হোম কোয়ারেন্টাইন না মানায় শরিফুল ইসলাম নামের এক ওমান ফেরত প্রবাসীকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । আজ বুধবার বেলা ১২টার দিকে ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
প্রবাসী শরিফুল গত শুক্রবার ওমান থেকে দেশে ফেরত আসেন। দেশে আসার পরই তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ প্রদান করে সংস্লীষ্ট কতৃপক্ষ।
ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, শুধুমাত্র ভেড়ামারায় তাদের হিসেব মতে মোট ২০জন হোম কোয়ারেন্টাইনে আছে। এবং এদেরকে নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে। তারই প্রেক্ষিতে তারা জানতে পারেন ওমান ফেরত শরিফুল ভেড়ামারা পুবালী ব্যাংকে ঘোরাফেরা করছে। এমন খবরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে শরিফুলকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে বাধ্যতামুলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
শরিফুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার মজলিশপুর গ্রামের ওয়ারেস আলীর পুত্র।