কুষ্টিয়ার কুমারখালীতে নসিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৩ ২০২০, ১৬:২৪
মিলন মাহামুদ কুষ্টিয়া :
কুষ্টিয়ার কুমারখালীতে স্যালো ইঞ্জিন চালিত নসিমনে গরু নিয়ে যাবার সময় গাড়ী উল্টে তার নীচে চাপা পড়ে খোকসা গোপগ্রামের মুন্তাজের পুত্র গরু ব্যবসায়ী নজরুল ইসলাম(৪০) নিহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের হোগলা দোপের পাড়া দরবেশপুর গ্রামে সুবোধ মাষ্টারের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় নসিমন গাড়িতে গরু নিয়ে যাবার সময় গাড়ী উল্টে খাদে পড়ে যায়। এসময় গাড়ীর নীচে চাপা পড়ে গরু ব্যবসায়ী নজরুল ঘটনাস্থলে মারা যায়। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।