কুশলীবাসা যুবসমাজের উদ্যোগে রাস্তায় জীবানুনাশক স্প্রে ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২৪ ২০২০, ১৬:০৫

সাকিব আহমেদ রবি:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৯নং চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা এলাকায় কাজ করছে কুশলীবাসা যুবসমাজ নামে একটি সংগঠন, যা ইতিমধ্যে এলাকার মানুষের ভালোর চোখে পড়েছে, আজ শুত্রবার কুশলীবাসা বাজার মানুষদের মাঝে সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত দৈত করান,সচেতনতামূলক লিফলেট বিতরণ সহ এলাকার রাস্তায় জীবানুনাশক স্প্রে করে সংগঠনের কিছু সেচ্ছাসেবকবৃন্দি।এলাকায় বহিরাগতদের প্রবেশ না করার দিকে বিশেষ নজরে আছেন সেচ্ছাসেবক,এলাকার মানুষের সাবিক সহযোগীতায় মানবিক ছাগলাপাড়া সব সময় প্রস্তুত রয়েছে ,এলাকার মানুষের মুখে জানতে পারলে তারা এমন কাজকে সাধুবাদ জানায়। নাম বলতে অনিচ্ছুক সংগঠনের একজন বলেন মহামারী এই করোনা ভাইরাসের জন্য আমরা আজ এলাকার মানুষের সব সময় সতর্ক করছি, যাতে আমাদের এলাকাটা সুস্হ থাকে সুস্হ থাকে এলাকার মানুষ,এলাকার মানুষের প্রয়োজনে আমরা সবসময় ছিলাম আছি থাকবো।

সর্বশেষে সেচ্ছাসেবকরা ধন্যবাদ জানাই জনাব মিনারুল ইসলাম কে আর্থিক সহয়তা করে পাশে থাকার জন্য