কুলাউড়ায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, দাফন-কাফনে ইকরামুল মুসলিমীন ফাউণ্ডেশন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৯ ২০২০, ১৬:৩৭

কুলাউড়া প্রতিনিধি:

কুলাউড়ায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী শেখ ছমির উদ্দিনের (৬০), এর জানাযা ও দাফন-কাফন করেছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার কুলাউড়া শাখা।

আজ শুক্রবার ১৯ মে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন এর মৌলভীবাজার জেলা টিম প্রধান মাওলানা এহসানুল হক জাকারিয়া জানান- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী মুঠোফোনে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা টিম প্রধান, মাও. এহসানুল হক জাকারিয়াকে জানান কুলাউড়া কাদিপুর ইউপির মনসুর গ্রামের শেখ ছমির উদ্দিন নামে এক ব্যবসায়ী করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন, তার কাফন দাফন করতে হবে ইকরামুল মুসলিমীন টিমকে।

ইউএনওর ফোন পেয়ে আমরা শুক্রবার সকাল ১১টায়, জেলা টিম সদস্য ইমাদ উদ্দিন, কুলাউড়া টিম প্রধান মোহাঃ আব্দুস সামাদ, টিম সহকারী হাফেজ হেলালুর রহমান, মাহমুদুল হাসান সুমন এবং জাহিদুল ইসলামকে নিয়ে দাফন-কাফনে অংশগ্রহণ করি।

বিকাল আড়াইটায় দাফন-কাফন শেষ হয়। জানাযা নামাজ পড়ান জেলা টিম প্রধান মাও. এহসানুল হক জাকারিয়া।

ইকরামুল মুসলিমীনের মৌলভীবাজার জেলা শাখার এটা ৭ নং দাফন-কাফন। এর আগে জুড়ী ২, মৌলভীবাজার সদরে ১, শ্রীমঙ্গল উপজেলায় ৩টি, এবং আজ কুলাউড়া উপজেলায় কাফন-দাফনে অংশগ্রহণ করে মৌলভীবাজারের ইকরামুল মুসলিমীন টিম।