কুলাউড়া রেলওয়ে জংশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৮ ২০২০, ১৮:৩৩

মারজান আহমদ কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বাংলাদেশ রেলওয়ে কুলাউড়া জংশন এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে গড়ে ওঠা মসজিদ মার্কেট,দোকানপাট ও পরিত্যক্ত কোয়ার্টারসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রবিবার (৮নভেম্বর) রেলওয়ে (পূর্ব) বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নজরুল ইসলাম এর নেতৃত্বে ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটি এম. ফরহাদ চৌধুরী এবং রেলওয়ের কর্মাশিয়াল ম্যানেজার শওকত জামিল মহসিনের উপস্থিতে সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও এ অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া জংশন রেলওয়ে পুলিশ ও আরএনবির সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন থেকে কুলাউড়া রেলওয়ে স্টেশন এলাকার বিভিন্নস্থানে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু অবৈধ স্থাপনা গড়ে তোলে। তবে স্থানীয়রা জানান অনেকে কর্তৃপক্ষ থেকে লিজ নিয়ে করেছেন।

তবে উচ্ছেদ অভিযানের কর্মকর্তারা জানান লিজের বিষয়ে তাদের কিছু জানা নেই।