কুলাউড়া থানার অতিরিক্ত পুলিশ সুপারসহ নতুন করে করোনায় আক্রান্ত ২

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৬ ২০২০, ১৮:১৪

মারজান আহমেদ , কুলাউড়া থেকে: মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর সহ দুই জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পাওয়া পজিটিভ ২ জনের মধ্যে ১ জন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও অপরজন কুলাউড়া পি আইও কার্যালয়ের ১ কর্মকর্তা রয়েছেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রমতে এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ২৪১ জনে। এরমধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪৯ জন হোম আইসোলেশনে রয়েছেন।এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের।

করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর জানান, আজ শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আমার করোনা শনাক্তের রিপোর্ট এসেছে। তবে তিনি সুস্থ রয়েছেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।

এবং তিনি কুলাউড়া বাসীর কাছে দোয়া চেয়েছেন।