কুলাউড়া জোনের ট্রাফিক পুলিশের নতুন ইন্সপেক্টর মোহাম্মদ সিরাজ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৭ ২০২০, ২০:২৫

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া-জুড়ী-বড়লেখা জোনের নতুন ট্রাফিক ইন্সপেক্টর পদে মোহাম্মদ সিরাজ শনিবার কুলাউড়া উপজেলায় যোগদান করেছেন। ইতিপুর্বে তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় টি আই পদে দায়িত্ব পালন শেষে মৌলভীবাজার জেলার কুলাউড়া জোনে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পদে বদলী হয়ে নুতন কর্মস্থলে যোগদান করেছেন।

ভোলা জেলার অধিবাসী টিআই মোহাম্মদ সিরাজ ১৯৮৭ সালে পুলিশে যোগদান করে খুলনা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, ঢাকা মেট্রো ও ঢাকা জেলায় দায়িত্ব পালন করেন। তিনি কুলাউড়া-জুড়ী-বড়লেখা জোনকে যানজট মুক্ত,আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও যানযট নিরসনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।