কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজার উপহার দিলো হাজীপুর সোসাইটি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৮ ২০২০, ১২:২২

মারজান আহমদ, কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজার উপহার দিল কুলাউড়া উপজেলার হাজীপুর সোসাইটি।বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌছে দিতে আমরা সর্বস্তরের মানুষ নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছি।সেই ধারাবাহিকতায় কুলাউড়া উপজেলার স্বাস্থ্য সেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ সহযোগীতা প্রদান করে যাচ্ছে হাজীপুর সোসাইটি, কুলাউড়া।

আজ ২৭ই আগস্ট,আছিয়া ফাউন্ডেশন এর অর্থায়নে হাজীপুর সোসাইটি,কুলাউড়া কর্তৃক আয়োজিত ডা.রাশেদুল তালুকদারের সভাপতিত্বে হাজীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে এবং ডা.মমতাজ খলিল মুন্নীর সভাপতিত্বে শরিফপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার কার্যক্রম শুরু ও নেবুলাইজার মেশিন প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়ার কৃতি সন্তান ,সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগ,বিনয়ী,ডাক্তার বান্ধব জনপ্রতিনিধি জনাব শফিউল আলম চৌধুরী নাদেল মহোদয়। পূর্ব নির্ধারিত গুরুত্বপুর্ণ কাজ থাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুরুল হক স্যার অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আব্দুল বাছিত বাচ্চু , চেয়ারম্যান, হাজীপুর ইউনিয়ন; জনাব জনাব আলী চেয়ারম্যান, শরীফপুর ইউনিয়ন, প্রাক্তন চেয়ারম্যান নছিবুর রহমান নাসিম,প্রাক্তন চেয়ারম্যান তোফাজ্জল হোসাইন চিনু। মেম্বার আয়ুব আলী , মেম্বার মকদ্দুছ আলী ,মেম্বার ইসমাঈল মিয়া। অনুষ্ঠান আয়োজনে সেকমো নীল কান্ত পাল ,সেকমো মোহাম্মদ জহিরুল সাহেব, FWV জাহানারা বেগম, FPI রজত বাবু, CHCP মুরাদ আহমেদ,অফিস সহায়ক আব্দুল বায়েস ও এলাকার মান্য গন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সমন্বয় করেছেন সাধারণ সম্পাদক ,হাজীপুর সোসাইটি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন মোঃ সাইফুল ইসলাম। শরীফপুর এবং হাজীপুরের জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহযোগীতা স্বরূপ অক্সিজেন সিলিন্ডার ,নেবুলাইজার মেশিন এবং অক্সিমিটার প্রদান করাতে শরীফপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং হাজীপুর উপস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আমাদের অভিভাবক জনাব শফিউল আলম চৌধুরী নাদেল মহোদয় ,আছিয়া ফাউন্ডেশন এবং হাজীপুর সোসাইটিকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ।