কুলাউড়ার হাজীপুরে এশিয়া এজেন্ট ব্যাংকে দুর্বৃত্তদের হামলা ও ডাকাতি
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১০ ২০২০, ২১:৫৬
মারজান আহমদ কুলাউড়া থেকে: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের পাইকপাড়ায় অবস্থিত এশিয়া ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় গতরাতে দুর্বৃত্তদের হামলা ও ডাকাতি হয়েছে
ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বিরজিৎ দেবনাথের পরিচালনাধীন পাইকপাড়া বাজারস্থ ডিজিটাল সেন্টার ও ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক অফিসে সন্ত্রাসী হামলা, ভাঙ্গচুর, লোটপাঠ, ছিনতাই হয়েছে।
দুষ্কৃতিবাজদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য কুলাউড়া উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার ও মাননীয় অফিসার ইনচার্জ মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন শুভাকাঙ্খীরা।
এই এজেন্ট শাখার উদ্যোক্তা বিরাজিত দেবনাথ বলেন ন্যাক্কারজনক ঘটনাটি সন্ত্রাসীরা অত্যন্ত পূর্ব পরিকল্পিত ভাবে করেছে বলে মনে হয়েছে। বিরজিৎ-এর ভাষ্যমতে তার ক্যাশ হতে নগদ ১,৭২,০০০/- টাকা ছিনতাই হয়েছে এবং একটি ল্যাপটপ কম্পিউটার, একটি ডেক্সটপ কম্পিউটার, একটি কালার প্রিন্টার, একটি স্ক্যানার মেশিন সহ গ্লাস ভাঙ্গচুর করে আরো প্রায় ১,৫০,০০০/- টাকার ক্ষতিসাধন করেছে।
এ বিষয়ে সকল উদ্যোক্তারা শীঘ্রই আলোচনায় বসে পরবর্তী করনীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।
কুলাউড়া উপজেলা উদ্যোক্তা ফোরামের পক্ষে ধীরেন্দ্র মোহন দাস এই ন্যাক্কারজনক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।