কুলাউড়ায় সিএনজি চালক এবং অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষে আহত ১০জন
একুশে জার্নাল
নভেম্বর ০৪ ২০২০, ১৭:০৮
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সিএনজি অটোরিক্সা ও টমটম চালকেদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
এ ঘটনায় অন্তত ২৭টি গাড়ী ভাংচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
(৪ নভেম্বর) বুধবার দূপুরে কুলাউড়া থানার সামনে সিএনজি অটোরিক্সা চালক ও মালিক সমিতির মানব বন্ধন চলাকালে টমটম চালকদের সাথে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানায়,
শহরে টমটম রিক্সা না চালানোর দাবিতে মানব বন্ধন করছিল সিএনজি চালকরা। এ সময় টমটম নিয়ে যাবার সময় সিএনজি চালকরা হামলা চালায়।
পরবর্তীতে সিএনজি চালকরা শহরের বিভিন্ন গলিতে ঢুকে আট থেকে দশটি অটোরিকশা ভাঙচুর করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।