কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১৬ ২০২১, ২১:২৭

মারজান আহমদ,কুলাউড়া: কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী।
(১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে কুলাউড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।
মৌলভীবাজার -২ কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়।
তারপর পুষ্পস্তবক অর্পণ করেন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একে এম শফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরি, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহেদ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান পপি আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
তাছাড়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, কুলাউড়া প্রেসক্লাব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৮টায় উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন। এ সময় তার সাথে ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।
সকাল ১১টায় কুলাউড়া স্বাধীনতা সৌধ কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার এর পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনায় ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক সভায় জাতিরজনক বঙ্গবন্ধুসহ নিহত বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের স্মরণ করে তাঁদের রুহের মাগফেরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, বিশিষ্ট রাজনীতিবিদ নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাসুক মিয়া, কমলা কান্ত ভৌমিক, রজব আলী, আয়ুব আলী ও ফারুক আহমদ, বীর মুক্তিযোদ্ধা সন্তান এমদাদুল হক সুলতান ও সালাহ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, পিআইও শিমুল আলী, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. মবশ্বির আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. খোরশেদ আলী, ইউসিসিএ চেয়ারম্যান ফজলুল হক ফজলুসহ সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।