কুলাউড়ায় বিষপানে কিশোরীর আত্মহত্যা
একুশে জার্নাল
অক্টোবর ২৬ ২০২০, ১৫:০৪
মারজান আহমদ, কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে বিষপানে শাম্মী বেগম (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে কুলাউড়া সদর ইউনিয়নের করেরগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। শাম্মী বেগম করেরগ্রামের কালা মিয়ার মেয়ে।
জানা যায়, কুলাউড়া সদর ইউনিয়নের করেরগ্রাম এলাকার বাসিন্দা তালা মিয়ার মেয়ে শাম্মী রবিবার রাত ৯টার দিকে পরিবারের সকলের অজান্তে বিষপান করে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর রাত ১১টার দিকে কিশোরী শাম্মী বেগম মারা যায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ব্যবস্থা নেওয়া হবে। এবং থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।