কুলাউড়ায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ আহত ৫ জন

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৯ ২০২০, ২৩:৩১

মারজান আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৫জন।

(৯নভেম্বর) সোমবার সন্ধ্যায় কুলাউড়া-মৌলভীবাজার হাইওয়ের কৌলা এলাকায় সিএনজি-পিকআপ এর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজিতে থাকা এক সরকারি কর্মকর্তাসহ আহত হয়েছেন ৫ জন।

দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে কুলাউড়া থানা পুলিশ এবং কুলাউড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সিএনজির বডি কেটে গুরুতর অবস্থায় ৪জনকে উদ্ধার করে।

উদ্ধারের পর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ইমারজেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা দিয়ে আহতদের অবস্থা অবনতির দিকে গেলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

জানা যায়, আহত সরকারি কর্মকর্তার বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায়।