কুলাউড়ায় পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার
একুশে জার্নাল
অক্টোবর ২৩ ২০২০, ২৩:২৮
মারজান আহমদ কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
কুলাউড়া থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, নন্দনগর এলাকায় বিকেলে মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেডের মতো একটি বস্তু দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারণা, এটি পাকিস্তান আমলের ১৯৬৯ সালে মাটির গভীরে পুতে রাখা শক্তিশালী গ্রেনেড।
গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘উদ্ধারকৃত গ্রেনেডটি অব্যবহৃত এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’