কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ’র মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৫ ২০২২, ০০:৪২
সিলেট নগরীর মজুমদারপাড়া ঘাসিটুলাস্থ কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল গতকাল (৪ এপ্রিল) জামেয়া ইসলামিয়া দারুল কুরআন বোর্ড কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর মহাপরিচালক ক্বারী মাওলানা মোজাম্মিল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও বোর্ডের সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী জাহাঙ্গীর আলম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ক্বারী বিলাল আহমদ এর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ডের সহকারী মহাপরিচালক মাওলানা ক্বারী মুফতী সিকন্দর আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন, ইন্তেজামিয়া কমিটির সভাপতি আলহাজ্ব বাবর বক্স, সহ-সভাপতি আলহাজ্ব জাফর উদ্দিন চৌধুরী, শায়খুল হাদীস মাওলানা আউলিয়া হুসাইন, মাওলানা ক্বারী গোলাম কিবরিয়া, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সাহাব উদ্দিন সাবুল, ফয়জুল হক জামে মসজিদের কোষাধ্যক্ষ আলহাজ্ব এম রফিকুল আলম, ব্যবসায়ী হাজী আবুল হোসেন, বোর্ডের শিক্ষা সচিব মাওলানা ক্বারী জুবায়ের আহমদ, দপ্তর সম্পাদক মাওলানা ক্বারী মনজুরুর রহমান চৌধুরী, বোর্ডের শিক্ষক মাওলানা ক্বারী মোক্তার আহমদ, মাওলানা ক্বারী ইকরামুল হক জুনাইদ, মাওলানা ক্বারী সিফাত উল্লাহ, মাওলানা ক্বারী সাইদুর রহমান, মাওলানা ক্বারী আব্দুর রাজ্জাক, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাশুক আহমদ, ১০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন তালুকদার, ব্যবসায়ী জাফর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি