কুরআন নাযিলের মাসে কুরআনের আলোকিত বাহকদের সম্মাননা প্রদান
একুশে জার্নাল
মে ২৭ ২০১৯, ১৬:০৭
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সেবামূলক সংস্থা আল নজির ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে মারকাজুর রাশাদ মাদরাসার ব্যবস্থাপনায় ইফতার মাহফিল ও হিফয সমাপনকারী ছাত্রদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হল। আলহামদুলিল্লাহ ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার, নন্দিত লেখক ও গবেষক আল্লামা ড, আ ফ ম খালিদ হোসেন ।
এই মহতী অনুষ্ঠানে আলেম ওলামা, ব্যবসায়ী, সমাজ কর্মী ও ছাত্র সমাজসহ শতাধিক নানান পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ড খালিদ হোসেন
বলেন, কুরআন হিফজকারী ছাত্রদের সম্মানিত করার জন্য আল নজির ফাউন্ডেশন বাংলাদেশ যে মহতী উদ্যোগ নিয়েছে আমি তার জন্য সংস্থার স্বনামধন্য চেয়ারম্যান শায়খ হারুন আযীযি নদভীকে
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কক্সবাজারের বিভিন্ন স্থানে এবং রোহিঙ্গা শিবিরে এই ফাউন্ডেশন শতাধিক মসজিদ, মাদরাসা নির্মাণ , নলকূপ স্থাপন, গরীব মহিলাদের মাঝে ফ্রি সেলাই মেশিন বিতরণসহ গরীব দুঃখি মানুষের সেবায় ব্যাপক সুখ্যাতি অর্জন করেছে ।

হালিশহরের এর বিভিন্ন মাদরাসা থেকে হিফজ সম্পন্নকারী ১৫ জন হাফেজকে
বিশেষ সম্মাননা প্রদান করা হয় । পাশাপাশি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, তরুন প্রজন্মের দিকপাল ড, আ ফ ম খালিদ হোসেন সাহেবকেও গিফ্ট দিয়ে সম্মানিত করা হয় ।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা বজলুর রহিম, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা রশিদ আহমদ, মুফতি কেফায়তুল্লাহ, মাওলানা এরশাদ ( দারুল ফুরকান) মাওলানা নুরুল ইসলাম, মাওলানা খবীরুল ইসলাম, ভাই আবু হানিফ এরশাদ, হাফেজ নাসির , হাফেজ নেসার, হাফেজ মুঈন উদ্দীন প্রমুখ ।
অনুষ্ঠান শেষে অতিথিদেরকে দেশীয় চিকেন বিরিয়ানি দিয়ে ইফতার পরিবেশন করা হয় ।



