কুরআন ও মহানবীকে অবমাননার প্রতিবাদে গোলাপগঞ্জে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৮ ২০২০, ২৩:১২
সম্প্রতি সুইডেনের মালমো শহরের কেন্দ্রস্থলের দুটি স্থানে আল কুরআন কে অবমাননা করা হয়। একটিতে উগ্রবাদি সাম্প্রদায়িক খৃষ্ঠানরা পবিত্র কুরআনে অগ্নি সংযোগ করে ও অপরটিতে তিনজন যুবক তার সঙ্গিদের নিয়ে কুরআনে পা দিয়ে ফুটবলের ন্যায় আঘাত করে।আল কুরআন ও মহানবি সঃ এর অবমাননা বরদাশত করা হবে না।
সুইডেন ডেনমার্ক ও ফ্রান্সে কুরআন এবং মহানবী সঃ এর অবমাননার প্রতিবাদে আল জামিয়াতুল ইসলামিয়াহ দারুল উলূম দাড়িপাতন গোলাপগঞ্জ এর ডাকে আজ( ৮ সেপ্টেম্বর মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকায় স্থানীয় গোলাপগঞ্জ চৌমূহনিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দারুল উলূমের প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ডেনমার্কের উগ্রডানপন্থী অভিবাসী বিরোধী ও ইসলাম বিদ্বেষী নেতা “রাসমোস ফালুদান” এর নেতৃত্বে কোরআনের পাতা ছিড়ে অবমাননা করা হয়।
ফ্রান্সের ম্যাগাজিন শার্লি হেবদোর চলতি সংখ্যায় মহানবী সা:-এর ১২টি ব্যঙ্গচিত্র পুন:প্রকাশ করা হয়। সম্প্রতি ডেনমার্ক ও সুইডেনে পবিত্র কুরআনের অবমাননা এবং ফ্রান্সের ‘শার্লি হেবদো’ তে মহানবী সা. এর ব্যাঙ্গচিত্র পুন:প্রকাশের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। এটা চূড়ান্ত সীমালঙ্ঘন,বর্বর ও ঘৃণ্য কাজ।
সভ্যতার দাবিদার পশ্চিমা দেশগুলোতে অসভ্যতা ও উগ্রবাদের আস্ফালন আধুনিক এ সভ্যবিশ্বে কোনভাবেই মেনে নেয়া যায় না। এসব জঘন্য নোংরা উগ্রবাদি ও সাম্প্রদায়িক কার্যকলাপে শান্তি প্রিয় বিশ্ববাসীকে চরমপন্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পবিত্র কুরআনুল কারিম আগুনে পোড়ানো বিশ্বের প্রায় দুই বিলিয়ন মুসলিমের হৃদয় ও অনুভূতিতে আগুনে জ্বালানোর নামান্তর। কুরআনে অগ্নিসংযোগ করে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কুরআনের শান্তিরবার্তা মিটিয়ে দেওয়া যাবে না। কিয়ামত পর্যন্ত কুরআনের আলোয় বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে ইনশা আল্লাহ।
মতপ্রকাশের স্বাধীনতার নামে ভিন্ন ধর্মাবলম্বিদের আঘাত করার অধিকার কারও নেই। ফরাসি ম্যাগাজিন শার্লি হেবদোর প্রতি তীব্র নিন্দা জানিয়ে আরো বলেন, ব্যঙ্গচিত্র পূণ:প্রকাশের মতো এমন অবৈধ অনৈতিক ও নোংরা মানসিকতা অসভ্যতা ও বর্বরতার নামান্তর। মহানবী স. হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তাকে মুসলমানরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। নবিজীর স.অবমাননা করা হবে আর বিশ্বের মুসলমানরা নিরবে বরদাশত করবে তা হতে পারে না। বিশ্বের শান্তি, শৃঙ্খলার জন্য এসব সাম্প্রদায়িক উস্কানী বন্ধ না করলে কুরআন ও মহানবীর স.ইজ্জত ও সম্মান রক্ষার জন্য বিশ্বব্যাপী বিদ্রোহের দাবানল জ্বলে উঠবে।
সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমানে বিশ্বজুড়ে আমরা ইসলাম ফোবিয়া, বর্ণবাদ এবং জেনোফোবিয়ার ক্রমবর্ধমান প্রবণতা লক্ষ্যকরা যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় শিগগীরই এ জাতীয় প্রবণতা নির্মূল করতে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স, সুইডেন ও ডেনমার্ক সরকারের কাছে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে এধরনের কাজের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য আহবান জানানো দাবি জানান। বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে বিশ্বজুড়ে ইসলাম বিদ্বেষীদের অপতৎপরতা রুখে দেওয়ারও আহবান জানানো হয়।
দারুল উলূমের সহকারি শিক্ষক হাফিজ মাওলানা আব্দুর রব এর সঞ্চালনায় ও আত তায়্যিব ছাত্র সংসদের জিএস হাফিজ ইয়াহ‘য়া মাহমুদ তালুকদার এর তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শায়খ ওয়ারিছ উদ্দিন, দারুল উলূূমের শিক্ষাসচিব মাওলানা শাহ আব্দুল মু‘ন্য়ীম, সাবেক শিক্ষাসচিব মাওলানা হাফিজ মুশফিকুর রহমান, হোস্টেল সুপার মাওলানা সালাউদ্দিন সুফিয়ান,অফিস সহকারি মাওলানা হাছান আল মাহমুদ, মাওলানা মাসুক আহমদ , জনাব আব্দুল লতিফ সরকার, ইলিয়াছ বিন রিয়াছত, ডাঃ হাবিবুর রহমান, বিশিষ্ঠ আলেম মাওঃ আব্দুল হালিম, মাও. আফতাব উদ্দিন নোমানী ও আত তায়্যিব ছাত্র সংসদের ভিপি হাফিজ আবু নাছির জাহেদ প্রমূখ। সভাপতির বক্তব্যের পর মোনাজাতের মধ্যদিয়ে মানববন্ধনের সমাপ্তি করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শায়খ ওয়ারিছ উদ্দিন ।