কুরআনের শিক্ষাই সমাজকে বদলে দিতে পারে: প্যানেল মেয়র হেলাল
একুশে জার্নাল
জুন ১৩ ২০১৮, ১৮:৪৩
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের রণকেলী উত্তর এলাকার ইসলামি সংগঠন দারুল কোরআন পরিষদের উদ্যোগ এ আয়োজিত মাসব্যাপী কুরআন শিক্ষা শেষে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। দারুল কোরআন পরিষদের চেয়ারম্যান ডাঃ মিছবাহ উদ্দিন এর সভাপতিত্বে ছালিক আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলালুজ্জামান হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, সি.বি.এ এর চেয়ারম্যান আব্দুল খালিক, গোলাপগঞ্জ জামেয়ার সিনিয়র শিক্ষক মাওঃ আব্দুল কাদির, সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের পরিচালক মাওলানা গিয়াস উদ্দীন, রণকেলী নিলামবাড়ী মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ মাওঃ আব্দুল মালিক, শিক্ষক জুনাইদ আহমদ, রণকেলী এলাকার বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আরবাব আহমদ চৌধুরী, হাফিজ কামরুল ইসলাম, তরুণ রাজনীতিবিদ রাসেল আহমদ, মতিউর রহমান মতি, রাজন আহমদ, রণকেলী উত্তর যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন লিজন আহমদ অপু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কুরআনের শিক্ষাই পারে সমাজকে বদলে দিতে। কুরআনের শিক্ষা দেশ ও জাতিকে আলোর পথ দেখাতে পারে । তিনি তার বক্তব্যে ইসলামী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন দারুল কোরআন পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সুমন , যুগ্ন সাধারণ সম্পাদক মিলন মাহমুদ, অর্থ সম্পাদক সেবুল আহমদ বাটুল, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান , দপ্তর সম্পাদক রাবেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক কাউসার আহমদ, হাফিজ কামরান আহমদ, হাফিজ রাফি আহমদ, আকিব আহমদ ফাহাদ, সুহেল আহমদ, রণকেলী এলাকার মুরব্বিয়ান তবারখ আলী, রেশাদ আলী প্রমুখ।