কুমিল্লা দক্ষিণে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইশা ছাত্র আন্দোলন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৮ ২০১৯, ১৫:৩৩

শাহীন বিন শফিকঃ

– প্রতিনিধি কুমিল্লা জেলা:
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে শুক্রবার (১৭ মে) বিকাল ৩ টায় শাখা সভাপতি মুহা. মনির হোসাইন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আহসান উল্লাহর সঞ্চালনায় লাকসাম আইএবি মিলনায়তনে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ ও জাতির কল্যাণে ছাত্র সমাজকে সর্বাগে এগিয়ে আসতে হবে। সাম্য, ন্যায়, ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র সমাজের ভূমিকা থাকতে হবে সবছেয়ে বেশি।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কলেজ বিষয়ক সম্পাদক এম এম শোয়াইব।

তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পাশাপাশি আপনাদের নৈতিক চরিত্র গঠণ করতে হবে। এই সমাজ আজ অন্যায়-অনাচারে ছেয়ে গেছে। এর থেকে পরিত্রাণ দেয়ার জন্য আপনাদেরকেই আগামী দিনের নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে হবে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ই্যসলামী শ্রমিক আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি জনাব শহিদুল্লাহ ভু্ইঁয়া, ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি ডা. আল হেলাল মাহমুদ, ইস্রাফিল মাহমুদ, ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাহমুদুর রহমান হাসিব, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মনিরুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি জিল্লুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আবু জাফর সালেহ, অর্থ সম্পাদক শাহাদাত হোসাইন, ক্বওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক সালাহুদ্দীন শিহাব, কলেজ বিষয়ক সম্পাদক সোহেল আহমাদ, আলিয়া মাদ্রসা বিষয়ক সম্পাদক রশিদ আহমাদ রায়হান, স্কুল বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সবুজ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূরে আলম, সদস্য আরিফুল ইসলাম প্রমুখ।