কুমিল্লা দক্ষিণে ইশা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২৩ ২০১৯, ১৫:২৭
২২ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে জেলা সভাপতি মুহা. মনির হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহর সঞ্চালনায় ‘প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী’ অনুষ্ঠিত হয়।
র্যালী পরবর্তি সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করতে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে প্রিয়া সাহার অভিযোগও এই ষড়যন্ত্রের অংশ। এমতাবস্থায় দেশের স্বাধীনতা রক্ষা করতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সর্বদা জাগ্রত থাকবে।
বক্তারা আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। বহু যুগ ধরে এদেশে বিভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করে আসছে। কিন্তু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একের পর এক ষড়যন্ত্র করছে।
উক্ত র্যালীতে আরো উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি জিল্লুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আবু জাফর সালেহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ আলী, ক্বওমী সম্পাদক সালাহ উদ্দিন, কলেজ সম্পাদক সোহেল আহমেদ, আলিয়া সম্পাদক রশিদ আহমাদ রায়হান, স্কুল সম্পাদক রবিউল ইসলাম সবুজ, ছাত্র কল্যাণ সম্পাদক শাহিন বিন শফিক, সাহিত্য সম্পাদক নুরে আলম, সদস্য আরিফুল ইসলাম প্রমুখ।