কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চালক হেলপার নিহত
একুশে জার্নাল
ডিসেম্বর ১৯ ২০১৮, ১২:৪৩
শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন- বাসচালক রুহুল আমিন ও হেলপার খায়ের উদ্দিন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন কুমিল্লা জেলার বাঙ্গরা থানার রাজা চাপিতলা গ্রামের মুখলেসুর রহমানের ছেলে এবং খায়ের উদ্দিন ফেনী জেলার চরকালিদাস এলাকার রুপক উদ্দিনের ছেলে।
ময়নামতি হাইওয়ে পুলিশ জানায়, সুয়াগাজী এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী আলিফ পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়। সড়কের পাশে থামিয়ে বাসের চাকা লাগানোর সময় অজ্ঞাত গাড়ি বাসটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় ওই বাসের নিচে পড়েই নিহত হয় চালক ও হেলপার। দুর্ঘটনা কবলিত বাস ও নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।