কুমিল্লায় শ্বশুরের হাতে পুত্রবধূ ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ১১ ২০১৯, ০৫:২৬

শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার লাকসাম উপজেলায় বাক প্রতিবন্ধি এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর ও দেবরকে আটক করেছে পুলিশ।
রোববার (১০ ফেব্রুয়ারি) এ ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। আটককৃতরা হলেন ওই গ্রামের মৃত. ফজর আলীর ছেলে সফি উল্যাহ (৫০) ও তার ছেলে পরান হোসেন (২০)। ধর্ষিতা গৃহবধূর স্বামী প্রায় গত দেড় বছর যাবত প্রবাসে রয়েছে। ধর্ষিতা গৃহবধূ দুই সন্তানের জননী। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কোয়ার গ্রামের এক প্রবাসীর বাক প্রতিবন্ধি স্ত্রীকে শশুর এবং দেবর র্দীঘদিন যাবত ধর্ষণ করে আসছে।
এতে প্রতিবন্ধি গৃহবধূ ৭ মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে। ধর্ষিতা গৃহবধূর স্বামী প্রায় গত দেড় বছর যাবত প্রবাসে রয়েছে।
রোববার এ বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা লাকসাম থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) কামাল হোসেন ঘটনাস্থল থেকে শশুর সফি উল্যাহ ও তার ছেলে পরান হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
এর পূর্বেও সফিউল্লার বিরুদ্ধে একাধিক বিয়ে এবং নারী কেলেংকারীর অভিযোগ রয়েছে।
লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।