কুমিল্লায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে করোনা: আজ আক্রান্ত ৬৭
একুশে জার্নাল
জুন ০৩ ২০২০, ২২:৫৫
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বুধবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৬৭ জনের মধ্যে মহানগরীতেই ৪৮ জন আক্রান্ত হয়েছে। ফলে কুমিল্লা সিটি কর্পোরেশনে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৯০ জনে ।
শহরের কান্দিরপাড়ে ২ জন, ঠাকুরপাড়ায় ১ জন, অশোকতলার ১ জন, শাকতলায় একজন, শাসনগাছা উত্তরা আবাসিক এলাকার ১ জন, সদর হাসপাতালের ১ জন, চকবাজারে ১ জন, পুলিশ লাইনের দুইজন, দক্ষিণ চর্থায় ২ জন, শাসনগাছায় এক চিকিৎসকসহ ৬ জন, চাঁনপুরের ৩ জন, নেউরার ৪ জন, রাজাপাড়ার ২ জন, মধ্যম আশ্রাফপুরে ২ জন, বজ্রপুরের ১ জন, যমুনা হাসপাতালের দুই জন, কুচাইতলী রাজাপাড়ার একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- কুমিল্লা নগরীতে ৪৮ জন, চৌদ্দগ্রাম উপজেলায় ১ জন, লাকসামে ৭ জন, সদরে ৪ জন, বুড়িচংয়ে ২ জন, সদর দক্ষিণে একজন ও লালমাইয়ে ৪ জন। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩ জনে। আজ নতুন করে কুমিল্লা শহরের বজ্রপুর ও শাসনগাছায় ২ জন এবং নাঙ্গলকোটে একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যু সংখ্যা বেড়ে ৩৫ জন হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।