কুমিল্লায় বিএনপির নির্বাচনী প্রচারণায় আ.লীগের হামলা
একুশে জার্নাল
ডিসেম্বর ১৪ ২০১৮, ১৬:০৩
শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৩ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই এম মজিবুল হকের নির্বাচনী প্রচারে ছাত্রলীগ-যুবলীগ হামলা করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকালে মুরাদনগর বাজারে এ ঘটনা ঘটে। তবে বিএনপির নেতাকর্মীদের পাল্টা ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকাল ৫টার দিকে মুরাদনগর বাজারে গণসংযোগ করছিলেন কে এম মজিবুল হক। অতর্কিতভাবে ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা সেখানে রামদা ও লাঠিসোঁটা হাতে হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুর করে। এতে বেশ কয়েকজন বিএনপির কর্মী আহত হয়। মজিবুল হক মুরাদনগরে পৌঁছার আগেই দেশীয় অস্ত্র হাতে ছাত্রলীগ-যুবলীগের ব্যাপক মহড়া দিতে দেখা যায়।
দুপুর ১টায় নহল চৌমুহনী এলাকায় ধানের শীষের প্রার্থীকে স্বাগত জানাতে অপেক্ষমাণ নেতাকর্মীদের ওপরও হামলা হয়। এতে ৪ বিএনপি কর্মী আহত হয়েছেন। এরা হলেন নেছার উদ্দিন খোকন, আবুল কালাম আজাদ, আলী হাসান ও মো. লিটন।