কুমিল্লায় গরীব অসহায়দের খাদ্য ও ইফতার সামগ্রী দিচ্ছে সেনাবাহিনী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২১ ২০২০, ১৫:১৪

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলায় লকডাউন নিশ্চিতের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকার দিনমজুর-কর্মহীন অসহায় মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য-ইফতারসামগ্রী ও নগদ অর্থ পৌছে দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়া।

উপহার সামগ্রীর মধ্যে ছিল সাবান ২ টি, চাল ১০ কেজি, আলু ৫ কেজি, আটা ২ কেজি, ডাল ২ কেজি, তৈল ১ কেজি, লবন ১ কেজি, ছোলা ১ কেচি, চিরা এক কেজি, খেজুর আধা কেজি ও পেয়াজ ১ কেজি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জেলার কুমিল্লা নগরীর ছোটরা, চকবাজার, কাশারীপট্টি, পুরাতন মৌলভীপাড়া, কাটাবিল, হযরতপাড়া, বালুতুপা, বজ্রপুরসহ বিভিন্ন এলাকার অসহায়-নিঃস্ব মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এদের মধ্যে রয়েছে ৬ জন গৃহপরিচারিকা, ২ জন দিনমজুর, ২ জন প্রতিবন্ধি, ৩ জন শ্রমিক, একজন রাজমিস্ত্রী, ৩ জন রিকসাচালক, ৩ জন অসুস্থ্য প্রবীণ বেকার লোকসহ কর্মহীনদের বাসায় এ খাদ্যসামগ্রী পৌছে দেন।