কুমিল্লায় এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের জন্য ইশা ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
জানুয়ারি ২৯ ২০১৯, ১২:১৬

শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখা কতৃক ২৮ জানুয়ারি (সোমবার) এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মু.ইস্রাফিল মাহমুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মাওলানা মোরশেদুল আলম ও ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণের সভাপতি মাহমুদুর রহমান হাসিব।