কুমিল্লায় আলেমা মাদরাসা শিক্ষিকা অপহরণ
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ০৮ ২০১৯, ১২:২৪

আবির আবরার: কুমিল্লায় এক মাদরসা শিক্ষিকা আলেমাকে অপহরণ করা হয়েছে।
গত বুধবার বেলা ১২ টার দিকে কুমিল্লা জেলার চান্দিনা থানার মাধাইয়া ও কুটুম্বপুর এর মধ্যবর্তী স্থানে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে মাইক্রোবাস যোগে মাধাইয়া থেকে কুটুম্বপুর আসার পথে এক মাদরাসা শিক্ষিকাকে অপহরণ করা হয় ৷
জানা যায়, ওই মহিলা কুটুম্বপুর তার স্বামীর বাড়িতে যাওয়ার জন্যে কুটুম্বপুর স্টেশনে নামার কথা ছিলো ৷ কিন্তু মাইক্রোর লোকজন তাকে না নামিয়ে তাকে নিয়ে চলে যায় ৷ তাৎক্ষণিকভাবে ওই মহিলা তার মাকে ফোনে জানায় যে, তাকে না নামিয়ে গাড়িওয়ালারা তাকে নিয়ে যাচ্ছে ৷ এরপরই মোবাইল বন্ধ হয়ে যায় ৷
খোঁজ নিয়ে জানা যায়, অপহৃত এই আলেমা শিক্ষিকার বিয়ে হয় দুই মাস আগে ৷ তার বয়স ২০ (আনুমানিক)৷ তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন ৷ তার স্বামী মুফতি পদে ঢাকাস্থ এক মাদরাসায় শিক্ষকতা করেন ৷ তার বাড়ি চান্দিনার কুটুম্বপুরের মুরাদপুর গ্রামে ৷ নিউজের জন্য নামপ্রকাশে অনিচ্ছুক হলেও ঘটনাটির ব্যাপারে থানায় জিডি করা হয়েছে বলে জানা গেছে ৷