কুমিল্লায় আবাসিক হোটেল থেকে ১০ নারী-পুরুষ গ্রেপ্তার
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৭ ২০১৯, ০১:৪৮

কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকায় অবস্থিত তানিম আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
এ সময় র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা হোটেলটিতে তল্লাশি করে ১০ জন পুরুষ-মহিলা খদ্দেরকে আটক করা হয়েছে। এ সময় ১৩৫ পিস ইয়াবা , ১ বস্তা কনডম, জিংসিন ৪টা, জেল ১৫০ পিস, যৌন উত্তেজক ট্যাবলেট, নগদ ২ লক্ষ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় ও র্যাব ১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারি পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক নয় জনকে ২০০ টাকা করে জরিমানা করা হয় এবং হোটেলের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে মাদক ও বিভিন্ন অপরাধে মামলার প্রক্রিয়া চলছে।