কুমিল্লায় আগুনে পুড়ানো হল ৪৪ হাজার জাতীয় পরিচয়পত্র
একুশে জার্নাল ডটকম
আগস্ট ৩১ ২০১৮, ০৩:৩৫
শাহীন বিন শফিক, কুমিল্লা।
কুমিল্লায় বিতরণ না করে ৪৪ হাজার জাতীয় পরিচয়পত্র আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) দেবিদ্বার উপজেলার ডাকবাংলোর পাশে প্রশাসনের কর্মকর্তাদের উস্থিতিতে এসব পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র আগুন দিয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১২ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-পরবর্তী সময়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটারগণের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র মুদ্রণ করে কিছু কিছু উপজেলায় প্রেরণ করা হয়েছে।
কিন্তু মুদ্রিত জাতীয় পরিচয়পত্রের মান সঠিক না থাকায় প্রকল্পের রিসিভ কমিটি কর্তৃক তা গ্রহণ করা হয়নি। এ কারণে জাতীয় পরিচয়পত্র নতুনভাবে মুদ্রণ করে তা সংশ্লিষ্ট উপজেলায় প্রেরণ করা হচ্ছে।
তাই দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিসে সংরক্ষিত প্রায় ৪৪ হাজার ত্রুটিপূর্ণ জাতীয় পরিচয়পত্র বিনষ্টকরণে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে পুড়িয়ে দেয়া হয়।