কুমিল্লায় অগ্নিকান্ডে ১৫ টি দোকান ছাই: ক্ষতির পরিমান প্রায় ৩০ লাখ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২২ ২০১৯, ১৬:০১

শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকান্ডে ক্ষুদ্র ব্যবসায়ীদের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার রাত পৌনে ৩টায় উপজেলার গৌরীপুর মোড়ে দাউদকান্দি প্রেসক্লাবের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ব্যবসায়ীরা।

তবে সবকটি দোকানই ক্ষুদ্র ব্যবসায়ীর। আগুন নিভাতে গিয়ে নাজমুল নামে এক যুবক আহত হয়েছেন। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস ছুটে গেলেও ততক্ষনে আগুনের লেলিহান শিখার ভয়াবহতা ছড়াতে থাকে দোকানগুলিতে। তবে ফায়ার সার্ভিস কর্মীদের আপ্রান চেষ্টায় আগুন নিভলেও ১৪টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই যায়।

বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারনা সাধারণ মানুষের।