কুমিল্লার ১১ টি আসনে ইসলামী আন্দোলনের সকল প্রার্থী বৈধ ঘোষনা
একুশে জার্নাল
ডিসেম্বর ০২ ২০১৮, ১৩:৫৬
শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসারের মাধ্যমে বাছাই পর্বে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা জেলার ১১ টি আসনের সকল সংসদ সদস্য পদপ্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা, ঋণখেলাফি, নাশকতামূলক কোন কর্মকান্ড, এবং রাষ্ট্রদোহী কোন অপরাধ না থাকায় আজ (২ ডিসেম্বর) এ বৈধতা ঘোষনা করা হয়।
বৈধ ঘোষিত হওয়া কুমিল্লার প্রার্থীরা হলেন
কুমিল্লা-১ আসনে মাওলানা বশির আহমদ, কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার মুহা. আশরাফুল আলম, কুমিল্লা-৩ আসনে মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কুমিল্লা-৪ আসনে ড. মহসিন আলম, কুমিল্লা-৫ আসনে মাওলানা মো. রাশেদুল ইসলাম রহমতপুরী, কুমিল্লা-৬ আসনে মাওলানা মো. তৈয়্যব, কুমিল্লা-৭ আসনে মাওলানা আবুল কালাম কাশেমী, কুমিল্লা-৮ আসনে মাওলানা এ কে এম মিজানুর রহমান ফারুকী, কুমিল্লা-৯ আসনে আলহাজ সেলিম মাহমুদ, কুমিল্লা-১০ আসনে সৈয়দ মোহাম্মাদ জামাল উদ্দীন, কুমিল্লা-১১ আসনে মাওলানা কামাল উদ্দিন ভূইয়া।