কুতুবপুর পঞ্চায়েত কমিটির খাদ্য সামগ্রী বিতরণ
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৯ ২০২০, ১৪:০০

মাহবুবুর রহমান/ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ;
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারা দেশ যখন ঘরে আবদ্ধ। বন্ধ যখন সাধারণ মানুষের আয়রোজগার ঠিক সেই মুহূর্তে সামাজিক প্রচেষ্টায় অসহায় দরিদ্র পরিবার গুলোর জীবন চলার কথা বিবেচনা করে “কুতুবপুর সমাজ কল্যাণ পঞ্চায়েত কমিটি” ১৫০ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র == চাল, ডাল, তেল, লবণ, আলু, সাবান সামগ্রী পঞ্চায়েত কমিটির তালিকা মতে সমাজের অসহায় দিনমজুরদের মাঝে গতকাল বিকাল তিনটায় পঞ্চায়েত কমিটির কার্যালয়ে সুশৃঙ্খলভাবে বিতরণ করে। বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য নাজমুল হকের ভাগিনা এসএফ সোহেল, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মাহী, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব দেওয়ান, তাজুল ইসলাম, ইসলাম সর্দার ও স্থানীয় ইমাম সহ আরো স্থানীয় লোকজন। উল্লেখ্য স্থানীয় ইউপি সদস্য অসুস্থতার কারণে বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি।তিনিই পঞ্চায়েত কমিটির সভাপতি।