কিশোরগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী কাজী ইব্রাহীম সাহেবের ব্যাপক গণসংযোগ

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১৭ ২০১৮, ১৩:০৪

কিশোরগঞ্জ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মনোনিত কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাজী ইব্রাহীম বাজিতপুর-নিকলী উপজেলার মানুষের কাছে হাতপাখার দাওয়াত পৌছে দিচ্ছেন।
কিশোরগঞ্জ জেলায় ৬টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

৬ টি আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এর মধ্যে বাজিতপুর-নিকলী উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-৫ আসন।আসনটি রাজনৈতিক বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ।আওয়ামী-বিএনপীল হেভিওয়েট প্রার্থী রয়েছেন। ইসলামী আন্দোলনের প্রার্থী বাজিতপুর উপজেলার সংগ্রামী সভাপতি মাওলানা কাজী ইব্রাহীমের অবস্থান অনেক ভালো।

ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় বাজিতপুর-নিকলী উপজেলায় আমাদের সাংগঠনিক অবস্থান আগে থেকেই ভালো। বর্তমানে রাজনৈতিক বিবেচনায় মানুষ এখন দলে দলে হাতপাখায় যোগ দিচ্ছে।
ইসলামী আন্দোলনের প্রার্থী কাজী ইব্রাহীম ইতোমধ্যে বাজিতপুরের দিঘীরপাড় থেকে কৈলাগ হয়ে হিলচিয়া ইউনিয়ন গণসংযোগ।
৫/৬ ঘন্টায় পায়দল এক জামাত ইসলামকে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দেওয়ার আহবানে কৈলাগ, জৈনতপুর, পেউরি, দিঘীরপাড় সহ আরো অনেক গ্রামে গ্রামে গণসংযোগ করে চলছে।