কিশোর গ্যাং ও মদদদাতাদের তথ্য সংগ্রহে সিএমপি
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০২ ২০২০, ১৮:৫৪
নিজস্ব প্রতিনিধি: নগরীতে অপরাধ দমনে কিশোর গ্যাং ও মদদদাতাদের তথ্য চেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী শনিবার ৩ অক্টোবর বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর ১৬ টি থানার ১৪৫ জন বিট অফিসার তাদের বিটের নির্ধারিত এলাকায় এসব তথ্য সংগ্রহে দায়িত্ব পালন করবেন।
এসময় নগরীর প্রতিটি বিট এলাকার সকল সচেতন নাগরিক যাতে তাদের নিজ নিজ এলাকার বিট অফিসারদের কাছে এলাকায় বসবাসরত কিশোর গ্যাং এবং তাদের মদদদাতাদের বিষয়ে সঠিক তথ্য দায়িত্বরত বিট অফিসারদের দিয়ে সহায়তা প্রদান করেন।
এতে আরও বলা হয়, এ বিষয়ে কোন প্রকার মিথ্যা অথবা ভুল তথ্য দিয়ে কাউকে যেন অযথা হয়রানি না করা সে বিষয়েও অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।