কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে দুই ভারতীয় সেনা নিহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ০১ ২০২০, ১৫:৫৮

ভারতের জম্মু কাশ্মীর সীমান্তে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার লাইন অব কন্ট্রোল (এলওসি)তে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর বুন্দুকযুদ্ধ বাধে।

ভারতীয় কর্মকর্তারা জানান, অনুপ্রবেশকারীরা পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর থেকে থেকে ভারতে প্রবেশের চেষ্টা চালায়।

ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে এমন খবর পেয়ে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। অভিযানে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত হয়।

তবে অনুপ্রবেশকারীদের ভাগ্যে কি ঘটেছে তার বিস্তারিত কিছু ভারতীয় বাহিনীর পক্ষ থেকে বলা হয় নি।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এখনো অভিযান অব্যাহত রয়েছে। দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে।