কাশ্মীর ইস্যু নিয়ে ফের মোহাম্মদ বিন সালমানের সাথে ইমরান খানের ফোনালাপ
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৩ ২০১৯, ১৮:০৫
কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা বাতিলের প্রায় মাসখানেক হতে চলল। এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আবারও কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
সোমবার রাতে সৌদি যুবরাজের সঙ্গে ইমরান খান টেলিফোনে কথা বলেছেন বলে আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ফোনালাপে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে সৌদি যুবরাজকে অবহিত করেন ইমরান খান। এ সময় তারা দ্বিপাক্ষিক বিষয় এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
এ নিয়ে গত দুই সপ্তাহে তৃতীয়বারের মতো সৌদি যুবরাজের সঙ্গে কথা বললেন ইমরান খান।
এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবায়ের বুধবার পাকিস্তানে আসছেন।
ইসলামাবাদের সৌদি দূতাবাস জানায়, তিনি একদিনের সরকারি সফরে আসছেন। এ সময় তিনি আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ও পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে আলোচনা করবেন।
কাশ্মীরে ভারত সরকারের একতরফা সিদ্ধান্তের বিষয়ে সহযোগীতা চেয়ে শুরুতেই সৌদি যুবরাজের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেছিলেন। তবে ভারত-পাকিস্তান উভয় দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করায় কাশ্মীর নিয়ে সৌদি আরবের অবস্থান এখনও স্পষ্ট নয়।
শুরু থেকে কাশ্মীরি জনগণের পক্ষে কোনো কথা না বলে ভারত-পাকিস্তান উভয়পক্ষকে সহনশীলতার উপদেশ দিয়েছে সৌদি আরব।
এমন প্রেক্ষাপটে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা।