কাশ্মীর ইস্যুতে বাংলাদেশ সরকারের নীরবতা মেনে নেয়া যায় না: বাংলাদেশ খেলাফত মজলিস
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০৭ ২০১৯, ১৯:১০
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক বিবৃতিতে বলেন, কাশ্মীরের মুসলমানরা আমাদের ভাই। তাদের উপর চলমান প্রতিটি জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে।
কোন মুসলমান অন্য মুসলমানের বিপদে নিরব ভূমিকা পালন করতে পারে না। বাংলাদেশ সংখ্যাগরিষ্ট মুসলমানের দেশ। এদেশের সরকারকে অবশ্যই মুসলমানদের বিপদে-আপদে ভূমিকা রাখতে হবে। ভারতের মোদী সরকার নির্বাচিত হওয়ার পর থেকে মুসলমানদের উপর নানাভাবে নির্যাতন করে যাচ্ছে। ভারতের মুসলমানদের জয় শ্রী রাম বলতে বাধ্য করছে অন্যথায় তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কাশ্মীরের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করে তাদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে দিয়েছে। যোগাযোগ, নেটওয়ার্ক বন্ধ করে ব্যাংক লুটতরাজসহ সেনাবাহিনী লেলিয়ে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
নেতৃবৃন্দ বাংলাদেশ সরকার ও বিশ্ব মুসলিম নেতৃবৃন্দদের প্রতি কাশ্মীরী মুসলমানদের পক্ষাবলম্বন করে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।



