কাশ্মীর ইস্যুতে ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
আগস্ট ২৬ ২০১৯, ১৬:৪৮
জামিয়া ইসলামিয়া কাজিরহাট ভুজপুর মাদ্রাসার জামে মসজিদে বৃহত্তর ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির পৃষ্ঠপোষক ও জামিয়া ইসলামিয়া বাবুনগরের মুহতামিম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সম্মানিত আমীর,হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদীস হযরত মাওলানা ইদ্রিস সাহেব,জামিয়া বাবুনগরের শাইখুল হাদীস হযরত মুফতী মাহমুদ হাসান,কাজিরহাট মাদ্রাসার সদরে মুহতামিম মাওলানা জালাল সাহেব,এবং মাওলানা মাহমুদুল হক্ব নি-চিন্তাপুরি।
উক্ত অনুষ্ঠানে মাওলানা সলিম দৌলতপুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফটিকছড়ি ইসলামি আইন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক নাজিরহাট বড় মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সলিমুল্লাহ,বিশিষ্ট লেখক মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী,জামিয়া উবাইদিয়া নানুপুরের শাইখুল হাদীস মুফতী কুতুবউদ্দিন,আজাদী বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ,কাজির হাট মাদ্রাসার মুহতামিম মাওলানা জুনায়েদ বিন জালাল বিশিষ্ট কলামিস্ট জনাব গোলাম রাব্বানী সহ অনেক সচেতন উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন ঈমান ও ইসলামের বন্ধনে কোন কাঁটাতার বাধা হয়ে দাঁড়াতে পারেনা।
কোন অবস্থায় কাশ্মীরের মুসলমানদের জঙ্গি বা সন্ত্রাসী বলা যবেনা,বরং তারা স্বাধীনতা কামি,কোনো মজলুম জাতি যদি স্বাধীনতা কামনা করে এবং স্বাধীনতার জন্য যুদ্ধ করে সেটা জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ হয়না।যেমন উদাহরণ স্বরূপ ১৯৫৬ সালের ১ জানুয়ারি সুদান স্বাধীনতা লাভ করে।
এবং ১৯৯৯ সালের আগস্ট মাসে পূর্ব তিমুরের জনগণ একটি গণভোটের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে।
এবং ১৯৭১ সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহকর্মীরা যুদ্ধ করে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছেন।
যদি কাশ্মীরের মজলুম স্বাধীনতাকামী যুদ্ধারা জঙ্গী হয়,তাহলে আমাদের বাংলাদেশের মুক্তি যুদ্ধারাও জঙ্গী হয়ে যাবে।অথচ তাঁরা জঙ্গি নয় আমাদের প্রাণ প্রিয় পুরুষ।
কাশ্মীরের একেক বালি কনা আরব বিশ্বের কাছে ফরিয়াদ করছে,যেনো আরব বিশ্বের নেতৃত্বে সমস্ত মুসলিম কান্ট্রি এই জালিম মোদি সরকারের অমানবিক আচরণ এবং নিষ্পেষণ ও নির্যাতন থেকে কাশ্মীরের মুসলমানদের রক্ষা করে এবং কাশ্মীরের মাটিতে স্বাধীনতার পতাকা উত্তলন করে।
এবং আল্লামা জুনায়েদ বাবুনগরী সরকারের কাছে হিন্দুদের সামপ্রদায়িক দাঙ্গা সৃষ্টি কারি উগ্র সংগঠন ইস্কন কে নিষিদ্ধ করা ও দেশ দ্রোহী ইসলাম বিদ্বেষী প্রিয়া সাহাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি করার জোর দাবি জানান।
সভাপতির ভাষনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন আমাদের আসল কাজ হলো দ্বীনি শিক্ষার মান উন্নত করা।লেখা পড়া সঠিক ভাবে হলে সব কিছু ঠিক হয়ে যাবে,ছাত্ররা যদি গাইড নির্ভরশীল হয়,গাইড দেখে পরিক্ষা দেয়,মূল কিতাব না বুঝে,তখন তারা কোন অবস্থায় কওমী দ্বারার আলেম হতে পারবেনা,নেসাবের কোন কিতাব পড়াতে পারবেনা,তাঁরা সহী এলেম থেকে মাহরুম হয়ে যাবে এবং তাঁদের জীবনই ধ্বংস হয়ে যাবে।
এই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ৪ঠা সেপ্টেম্বর সোমবার ফটিকছড়ি বিবিরহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ফটিকছড়ি ইসলামি আইন বাস্তবায়ন কমিটির উদ্যোগে কাশ্মীর ইস্যু ও আলমগীর বিন কবিরের মুক্তির দাবিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
সমাবেশ বাস্তবায়নের লক্ষে ৯ জন বিশিষ্ট একটি কমিটি গঠন ও করা হয়েছে।
পরিশেষে সভাপতির মোনাজাতের মাধ্যমে এই মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
ইন’আমুল হাসান ফারুকী খাদেম আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফি.
রাত ৮.৩৯ মিঃ
২২/৮/১৯ইং